নাটোরের বড়াইগ্রামে চাচার মাইক্রোবাসের ধাক্কায় ভাতিজি নুরশাদ খাতুন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আগ্রান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরশাদ ওই গ্রামের আবু তালেবের মেয়ে।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, দুপুরে ওই শিশুর চাচা আবু সামাদ তার ভাড়ায় খাটানো মাইক্রোবাস গ্যারেজ থেকে বের করছিলেন। এ সময় শিশু নুরশাদ প্রতিদিনের মতো মাইক্রোবাসে চড়ার জন্য দৌঁড়ে আসছিল। কিন্তু চাচা তাকে দেখতে না পেয়ে মাইক্রোবাস চালানো শুরু করেন। এতে মাইক্রোবাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শিশু নুরশাদ।
তিনি আরো জানান, পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক. চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা মহসড়কের নিগার সিদ্দিকী কলেজের কাছে ট্রাক-ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু মিয়া (৪০) নামে ভ্যানটির চালক নিহত হয়েছেন।…