তারিকুল ইসলাম.
বগুড়ার ধুনট উপজেলায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ -এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমবায়কে এগিয়ে নিলে দেশ ও জাতী এগিয়ে যাবে।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা শারমিন সুলতানা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন ও স্বাবলম্বী উৎপাদনমুখী শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গোলাম ওহাব, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, উপজেলা সমবায় কার্যালয়েরর সহকারী পরিদর্শক নেপাল চন্দ্র সরকার, অফিস সহকারী জান্নাতুল লুবনা সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বর্ষ সেরা সমবায়ীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন। এবারের বর্ষ সেরা সমবায় সমিতিগুলো হচ্ছে ধুনট সোনালী বাণিজ্যিক সমবায় সমিতি লিঃ, ধুনট জীবিকা উন্নয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ও সুলতানহাটা পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ।