ধুন‌ট থানার ও‌সি সহ ৫ কর্মকর্তা পুরস্কৃত

ফজ‌লে রাব্বী মানু.


ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা সহ ৫জন কর্মকর্তা পুরুস্কৃত হ‌য়ে‌ছেন। বগুড়ার জেলা পু‌লি‌শের মা‌সিক কল্যান সভায় বি‌ভিন্ন কর্মকা‌ন্ডে অবদান রাখায় তাঁ‌দের পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্য কর্মকর্তা হ‌লেন এসআই ম‌তিউর রহমান, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই আবু তা‌হের ও এএসআই আব্দুল আ‌জিজ।

বগুড়া জেলায় অ‌ক্টোবর মা‌সে ধুনট থানা নাগরিক ডাটাএন্ট্রিতে প্রথম এবং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে দ্বিতীয় হ‌য়ে‌ছে। এই অর্জ‌নে যোগ্য নেতৃত্ব দেওয়ায় পুরস্কৃত হ‌য়ে‌ছেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালা।

অন্য‌দি‌কে গৃহবধূ স্বপ্না খাতুন হত্যার রহস্য উদঘাটনের জন্য পুরস্কৃত হ‌য়ে‌ছেন এসআই মতিউর রহমান।

সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের জন্য পুরস্কৃত হ‌য়ে‌ছেন এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই আবু তাহের ও এএসআই আব্দুল আজিজ।

পুরস্কারপ্রাপ্ত পু‌লিশ কর্মকর্তা‌দের ক্রেস্ট এবং আর্থিক পুরস্কার প্রদান ক‌রেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম সেবা)।

আজ র‌বিবার সকাল ১০টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পু‌লি‌শের এ কল্যান সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় জেলা পু‌লি‌শের অন্যান্য কর্মকর্তা ও জেলার সকল থানার অ‌ফিসার্স ইনচার্জগণ উপ‌স্থিত ছি‌লেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ