ধুনটে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

আবু সু‌ফিয়ান.


বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর উপর অভিমান করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত আবু রায়হান (২৪) উপজেলার পাঁচথুপী সরোয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেন তিনি। বিকাল ৫টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

থানা পুলিশ জানায়, আবু রায়হান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। রোববার রাতে ঢাকা থেকে বাড়ি এসেছে। বাড়ি ফেরার পর পারিবারিক বিষয়াদি নিয়ে তাঁর স্ত্রীর সাথে ঝগড়া হয়। এ অবস্থায় রোববার দুপুরের দিকে স্ত্রীর উপর অভিমান করে নিজ শয়ন ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে বিকাল ৪টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ধুনট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ধুনট বার্তা‌কে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ