তারিকুল ইসলাম.
বগুড়ার ধুনট মহিলা ডিগ্রি কলেজের ৪তলা ভবন বিশিষ্ট ১তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
ধুনট মহিলা ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রহমান, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউল হক, কলেজের শিক্ষক ফরিদুল ইসলাম ও শিক্ষার্থী ফাতেমাতুজ্জাহান।
অনুষ্ঠানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম তালুকদার, দফতর সম্পাদক আফসার আলী, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ তারেক হেলাল, আওয়ামী লীগ নেতা প্রভাষক মোজাহেরুল আনোয়ার মুঞ্জু, শফিকুল ইসলাম চাঁন, প্রভাষক সিরাজুল হক লিটন, ধুনট পৌরসভার কাউন্সিলর বাবুল আখতার, মুঞ্জিল হোসেন, আপাল শেখ, ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক আতিকুর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার উপস্থিত ছিলেন।