ধুনটে চেয়ারম্যান সহ ৪২ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ফজ‌লে রাব্বী মানু.


আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলার ১০ ইউনিয়নে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যহার করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১১জন, সংরক্ষিত সদস্য পদে ০৭জন ও সাধারণ সদস্য পদে ২৪জন প্রার্থী। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নিমগাছী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাকির হোসেন, সংরক্ষিত সদস্য পদে ০২ জন ও সাধারণ সদস্য পদে ০২জন, চিকাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলেফ বাদশা ও সাধারণ সদস্য পদে ০৪ জন, কালেরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তারিকুল ইসলাম, গোলাম মেহেবুব ছারোয়ার রিগ্যান, সংরক্ষিত সদস্য পদে ০২জন ও সাধারন সদস্য পদে ০২জন, এলাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহজাহান আলী ঠান্ডু, সংরক্ষিত সদস্য পদে ০১জন ও সাধারণ সদস্য পদে ০৩জন, ধুনট ইউনিয়নে চেয়ারম্যান পদে আতিকুর রহমান, লাল মিয়া, রফিকুল ইসলাম শাহীন, সংরক্ষিত সদস্য পদে ০১ জন ও সাধারণ সদস্য পদে ০২জন, ভান্ডারবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে একেএম নাজমুল হাসান ও সাধারণ সদস্য পদে ০১জন, গোসাইবাড়ি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ০২জন, চৌকিবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে জুলফিকার আলী ভুট্টো ও সাধারণ সদস্য পদে ০২জন, মথুরাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান ফিরোজ, সংরক্ষিত সদস্য পদে ০১জন ও সাধারণ সদস্য পদে ০৪জন এবং গোপালনগর ইউনিয়নে সাধারণ সদস্য পদে ০২জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য এ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬০জন, সংরক্ষিত সদস্য পদে ১২৮জন এবং সাধারণ সদস্য পদে ৪০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী ধুনট বার্তা‌কে বলেন, এ উপজেলার ১০টি ইউনিয়নের ৯০ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৩৭৪জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১২ হাজার ৬০জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩১৪জন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ