ধুনটে সা‌বেক স্বেচ্ছা‌সেবক লীগ নেতা ব‌হিস্কার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

আব্দুল হা‌মিদ.


বগুড়ার ধুনট উপ‌জেলার মথুরাপুর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক লী‌গের সা‌বেক আহবায়ক এম‌জি মোর্তজা‌কে সংগঠন থে‌কে স্থায়ী ব‌হিস্কার করা হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে ধুনট উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপতি এবিএস সবুজ ও সাধারণ সম্পাদক সে‌লিম রেজা রিমান এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানান।

‌বিজ্ঞ‌প্তি‌তে উ‌ল্লেখ করা হয়, মথুরাপুর ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নো‌নিত চেয়ারম্যান প্রার্থী হাসান আহ‌মেদ জেমস ম‌ল্লিক নৌকা প্র‌তিক নি‌য়ে প্র‌তিদ্ব‌ন্দ্বিতা কর‌ছেন। সেখা‌নে নৌকা প্র‌তি‌কের বিপ‌ক্ষে বিএন‌পি সম‌র্থিত প্রার্থী শ‌ফিকুল ইসলাম শ‌ফির আনারস প্র‌তি‌কের প‌ক্ষে নির্বাচনী কর্মকা‌ন্ডে অংশ গ্রহন, হাসান আহ‌মেদ জেমস ম‌ল্লি‌কের উপর হামলা ও তাঁ‌কে নি‌য়ে ফেসবু‌কে বা‌জে মন্তব্য ক‌রে পোস্ট দেওয়ার অপরা‌ধে মথুরাপুর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবক লী‌গের আহবায়ক এম‌জি মর্তুজা‌কে সংগঠন থে‌কে স্থায়ী ভা‌বে ব‌হিস্কার করা হ‌লো। বিজ্ঞ‌প্তি প্রকা‌শের পর থে‌কে তার সা‌থে সংগঠ‌নের কোন সম্পর্ক নেই এবং সে সংগঠ‌নের সা‌বেক ও বতর্মান কোন পোস্ট ব্যবহার কর‌তে পার‌বে না।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ