ধুনটে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

তা‌রিকুল ইসলাম.


বগুড়ার ধুনট উপজেলায় পাতা ঝাড়ু দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মর্জিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মর্জিনা খাতুন (৫০) ধুনট পৌর এলাকার পুর্ব ভরনশাহী গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। সোমবার ভোর ৬টার দিকে নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

থানা পুলিশ জানায়, মর্জিনা খাতুন সোমবার ভোর ৬টার দিকে তাঁর বাড়ির সামনে আম গাছের নিচে পড়ে থাকা পাতা ঝাড়ু দিতে যান। ওই আম গাছের ভিতর গিয়ে আগে থেকেই বাড়ির ব্যবহারের জন্য বিদ্যুতের তার টানানো ছিল। তারটিতে বিদ্যুৎ সংযোগ ছিল এবং এক জায়গায় কভার উঠে গিয়ে উন্মুক্ত হয়ে ছিল।

পাতা ঝাড়ু দেয়ার এক পর্যায়ে মর্জিনা খাতুন অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় তাঁর ছেলে মোয়াজ্জেম হোসেন বিষয়টি বুঝতে পেয়ে ঘরের ভিতর মেইন সুইচ বন্ধ করে দেন। মোয়াজ্জেমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ততক্ষনে ঘটনাস্থলেই মর্জিনা খাতুন মারা যান।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার ধুনট বার্তা‌কে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য রেখে আসা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ