আমিনুল ইসলাম শ্রাবণ.
বগুড়ার ধুনট উপজেলায় ৪টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ৮জনকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। গত ১৪ নভেম্বর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল এ তথ্য জানিয়েছেন।
অব্যাহতি প্রাপ্ত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন এলাঙ্গী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এমএ তারেক হেলাল, আওয়ামী লীগ সমর্থক মাসুদ রানা, ধুনট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, আওয়ামী লীগ সমর্থক আলমগীর বাদশাহ্, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, চিকাশী ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থক আরিফুর রহমান ও আব্দুর রাজ্জাক।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহন করায় উল্লেখিত ব্যক্তিদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং দলীয় শৃঙ্খলা অমান্য করায় তাদের বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট জোর সুপারিশ করা হলো।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদত রাগেবুল আহসান রিপুর নির্দেশক্রমে দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরন করেন।


