ধুন‌টে খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি কামনায় ছাত্রদ‌লের দোয়া মাহ‌ফিল

আ‌শিক আহ‌মেদ.


বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার রোগমু‌ক্তি কামনায় কেন্দ্রীয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে বগুড়ার ধুন‌টে ছাত্রদ‌লের দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার বাদ জুমা প‌শ্চিম ভরনশাহী মধ্যপাড়া নূর জা‌মে মস‌জি‌দে উক্ত দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

এসময় ধুনট উপ‌জেলা ছাত্রদল নেতা রকিবুল হাসান র‌কি, আলম হাসান, রা‌সেল মাহমুদ, মিজানুর রহমান মিনু, র‌বিউল ইসলাম রতন, সুমন আহ‌মেদ, আল আ‌মিন, সাগর আহ‌মেদ বুলেট, পার‌ভেজ রহমান হিটলার, আ‌মিনুল ইসলাম, আকিল আহ‌মেদ, ফের‌দৌস আহ‌মেদ, বিপ্লব আহ‌মেদ, র‌বিউল ইসলাম, বিদ্যুৎ হাসান, জা‌হিদুল ইসলাম, সবুজ, সুমন রেজা, বিদ্যুৎ, এনামুল হক উপ‌স্থিত ছি‌লেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ