তামিমের দারুণ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবালকে পায়নি মোহামেডান। যার ফলে পুরো ম্যাচেই তার অভাব ফুটে ওঠে। দলটিও ধুঁকতে ধুঁকতে সাদামাটা একটা স্কোর গড়ে। দ্বিতীয় ম্যাচে ফিরে আসলেন অধিনায়ক রাজকীয় ঢঙ্গে। দারুণ এক সেঞ্চুরি তুলে দলকেও নিয়ে যাচ্ছেন বড় সংগ্রহের দিকে।
কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে আজ শুরুতে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন জাতীয় দলের সেরা এ ওপেনার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এটি তামিমের ১৩তম সেঞ্চুরি।
সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ কলাবাগের মুখোমুখি হয় মোহামেডান। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডানের অধিনায়ক তামিম। ব্যাট করতে নেমে অধিনায়ক তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় পুঁজি সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে মতিঝিলের ক্লাবটি।
সেঞ্চুরি পূর্ণ করতে ১০২ বল মোকাবেলা করেন তামিম। শতরান পৌঁছতে ২টি ছক্কা ও ১৩টি চারের মার মারেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। দলের অন্যরা ব্যাট হাতে বড় কোনো ইনিংস খেলতে ব্যর্থ হলেও দলকে একাই টানছেন তামিম। তার সঙ্গে ওপেনিংয়ে নেমে শামসুর রহমান ৩৮, রনি তালুকদার ২০, রাকিবুল হাসান ৭ এবং রহমত শাহ ৮ রানে ফিরে গেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ