জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর উত্তর পাড়া গ্রামের মৃত মোজাহার প্রামানিকের ছেলে শাহজাহান আলী, হোসেন আলী ও বকুল মিয়া পরিবারের লোকজন নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে দূর্বৃত্তারা গত মঙ্গলবার রাত দেড় টার দিকে ৫ টি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে দ্রুত ঘরগুলি পুড়ে গিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে শাহজাহান আলী গোয়াল ঘর থেকে গরু বের করতে গেলে সে আগুনে দগ্ধ হয়। মূমুর্য অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসি জানায়- দেড় মাস আগেও কে বা কারা ওদের বাড়ির খরের পালায় আগুন ধরিয়ে দিয়েছিলো।
শাহজাহান আলীর স্ত্রী চিনি বেগম বলেন- ঘুমের মধ্যে হঠাৎ গরমের আঁচ পেয়ে উঠে দেখি ৪টি ঘরে এক সাথে আগুন জ্বলছে। কেউ শত্রুতা করে রাতের আধারে পেট্রোল দিয়ে আমাদের বাড়িতে আগুন লাগিয়েছে।