ধুনটে তিন দিনব্যাপী পূর্ব ভরনশাহী ইজতেমা শুরু

ফজ‌লে রাব্বী মানু.


ফজরের নামাজ আদায়ের পর বগুড়া মার্কাজ মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আলাউদ্দিনের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে বগুড়ার ধুনট পৌর এলাকায় পূর্বভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ঢাকা কাকরাইল মসজিদের আলমী সূরার তত্ত্বাবধায়‌নে এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হওয়া এই ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের হাজারো ধর্মপ্রান মুসুল্লীগণ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। সময় গড়ানোর সাথে সাথে ইজতেমা ময়দানে বাড়ছে মুসল্লির সংখ্যা। তবে ভিসা জটিলটার কারণে এবছর বিদেশী মুসল্লীরা আসতে পারেনি।

সকাল ১০টায় ইজতেমা ময়দানে বয়ান পেশ করেন বগুড়া মার্কাজ মাদরাসার মুহতামিম মুফতি মশিউর সাহেব, বাদ যোহর বয়ান করেন মাওলানা রেজাউল করিম, বাদ আছর বয়ান করেন ঢাকা কাকরাইলের মুরব্বি মাওলানা তানভিরুল ইসলাম।

ইজতেমা ময়দানে আগত মুসুল্লিদের জন্য রয়েছে পুলিশ কল্টোল রুম, চিকিৎসাসেবা বুথ, পর্যাপ্ত পানি সরবরাহ সহ ওযু, গোসল ও পয়নিষ্কাশনের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ইজতেমার পাশেই রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য ও শীতের পোশাক দোকান।

ইজতেমা আয়োজক কমিটির সুরা সদস্য খোরশেদ আলম ধুনট বার্তা‌কে বলেন, করোনার কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ইজতেমায় অবস্থানরত মুসুল্লিদের জন্য সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা নেয়া হয়েছে। ফজর, যোহর, আসর ও মাগরিবের ওয়াক্তের নামাজ শেষে নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয়াদী নিয়ে ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করছেন।

ঢাকার টুঙ্গিতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য কমপক্ষে ৫০টি জামাত তৈরী করার লক্ষ্যমাত্রা রয়েছে। তাবলীগ জামাতের মুসুল্লিরা দেশের বিভিন্ন এলাকার মসজিদ গুলোতে ঘুরে ধর্মপ্রান মানুষদের দীনের সেবা তথা দাওয়াতে তাবলিগের কাজে আত্মনিয়োগ করার আহব্বান জানাবেন। মুসুল্লিরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষ করে টঙ্গী বিশ্ব ইজতেমায় শরীক হবেন।

ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, ইজতেমা ময়দানে মুসুল্লিদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়াও সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন পর্যায়ের লোকজন। শনিবার দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ