তারিকুল ইসলাম.
বগুড়ার ধুনট পৌরসভা কার্যালয়ের ট্রাক চালক মিজানুর রহমানকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। মিজানুর উপজেলার মাঠপাড়া গ্রামের ফরহাদ শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, মিজানুর গত শনিবার ধুনট পূর্ব ভরনশাহী ইজতেমা থেকে ট্রাকে করে মালামাল নিয়ে বগুড়ার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ধুনট উপজেলার সোনাহাটা বাজারের সিএনজি স্ট্যান্ড মোড় এলাকায় পৌঁছলে নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুল গোফুরের ছেলে মিজান ভটভট দিয়ে তাঁর ট্রাকে ধাক্কা দেয়। এসময় উভয় পক্ষের মাঝে কাথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ভটভটি চালক মিজান তাঁর লোকজন দিয়ে ট্রাক চালক মিজানুরকে মারপিটে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাঁরা ঘটনাস্থল থেকে চলে যায়। আহত মিজানুরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে মিজানুর বাদি হয়ে ভটভটি চালক মিজানসহ অজ্ঞান আরো ৫ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ভটভটি চালক মিজানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, ট্রাক চালককে মারপিটের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।