ধুনটে কম্বল বিতরণকা‌লে আ.লীগ নেত্রীকে শ্লীলতাহানীর অ‌ভি‌যোগ

আবু সু‌ফিয়ান.

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি কম্বল বিতরণের সময় এক আওয়ামী লীগ নেত্রী ও ইউপি প্যানেল চেয়ারম্যান শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুলতানা জাহান উপজেলার রঘুনাথপুর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী। তিনি ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। এঘটনায় মঙ্গলবার দুপুরের দিকে তিনি ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে শীতবস্ত্র হিসেবে ২৫০টি কম্বল বরাদ্দ রয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সেই কম্বলগুলো ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে বিতরণ শুরু করা হয়। সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য শরীফা খাতুনের স্বামী জহুরুল ইসলাম ও তাঁর লোকজন কম্বল বিতরণে বাধা দেন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন এবং ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সাথে তাদের কথাকাটাকাটি হয়।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান সুলতানা জাহান এগিয়ে আসলে জহুরুল ও তাঁর লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা সুলতানা জাহানকে শ্লীলতাহানি করেন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাঁরা কৌশলে সটকে পড়েন। এ ঘটনার পর থেকে কম্বল বিতরণ বন্ধ রয়েছে।

এ বিষয়ে জহুরুল ইসলাম ধুনট বার্তা‌কে জানান, ইউপি সদস্যদের মাঝে কম্বল বিতরণের ভাগ বাটোয়ারা নিয়ে ইউপি সচিব ও ট্যাগ অফিসারের সাথে কথাকাটাকাটি হয়েছে। তবে সুলতানা জাহানকে শ্লীলতাহানীর চেষ্টা করা হয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন ধুনট বার্তা‌কে জানান, জহুরুল ইসলাম এক নারী ইউপি সদস্যের স্বামী। তিনি কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে তাঁর জন্য অতিরিক্ত কম্বল বরাদ্দের দাবী করেন। এ বিষয়টি নিয়ে তাঁর সাথে কথাকাটাকাটি হয়েছে।

ট্যাগ অফিসার ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী ধুনট বার্তা‌কে জানান, কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় এক নারী ইউপি সদস্যের স্বামী এসে বাধা প্রদান করেন। এ ঘটনার পর কম্বল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত ধুনট বার্তাকে জানান, কম্বল বিতরণ অনুষ্ঠানে সমস্যা হওয়ার কথা শুনেছি। আগামী রোববার সেখানে পুনরায় কম্বল বিতরণ করা হবে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে জানান, শ্লীলতাহানীর একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ