ধুনটে আ.লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ফজ‌লে রাব্বী মানু.


বগুড়ার ধুনট উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের মারপিটে হাফিজার রহমানকে (৭২) হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার ভোরে নিহতের ছেলে রাঙ্গা মিয়া বাদি হয়ে থানায় এ মামলা করেন।

নিহত হাফিজার রহমান উপজেলার ছোটচাপড়া গ্রামের জমসের আলী ছেলে। গত শনিবার সকাল ১০টার দিকে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে তিনি আহত হন। রোববার ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মামলা সূত্রে জানা গেছে, নিহত হাফিজার রহমানের সাথে পার্শ্ববর্তী হটিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে শাহিনূর রহমানে সাথে ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় ১৯ বছর ধরে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি আদালতের রায়ে ওই জমির মালিকানা হাফিজার রহমান পেয়েছেন। এঅবস্থায়
শনিবার সকাল ১০টার দিকে প্রতিপক্ষ শাহীনূর রহমান তাঁর লোকজন নিয়ে ওই জমি দখল নিতে যায়। খবর পেয়ে হাফিজার রহমান ও জমির বর্গাদার চান মিয়া তাঁদের বাঁধা দেন। এসময় প্রতিপক্ষের মারপিটে হাফিজার রহমান ও চান মিয়া আহত হন।

স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে হাফিজার রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে রাঙ্গা মিয়া বাদি হয়ে উপজেলার চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক হটিয়ারপাড়া গ্রামের আমজাদ হোসেন সহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ও‌সি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা‌কে বলেন, হত্যা মামলার অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ