শেরপুরে প্রতিবন্ধি নাবালিকা ধর্ষনের শিকার

আবু জাহের, শেরপুর (বগুড়া ) প্রতিনিধি.

বগুড়ার শেরপুরে ২ সন্তানের জনক কর্তৃক এক প্রতিবন্ধি নাবালিকা ধর্ষনের শিকার হয়ে ৫ মাসের অন্তসত্ত্বা হয়েছে। এই ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষনকারীর আত্মীয়রা ওই নাবালিকাকে গর্ভপাতের ওষুধ খাওয়ানোর পর পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। এই ঘটনায় মেয়ের মামী ৩ মে বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
শেরপুর থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ফুলতলা গ্রামের হোসাইনের প্রতিবন্ধি মেয়ে গোলাপীকে (১৪) কে প্রতিবেশি হানিফ বাঙ্গালের পুত্র ২ সন্তানের জনক বুলকু মিয়া (৩০) ৬/৭ মাস পূর্বে জোর করে ধর্ষন করে। এরপর সে ওই প্রতিবন্ধিকে মাঝে মধ্যেই ধর্ষন করতো। গত কিছুদিন পূর্বে মেয়েটির পেট বড় হতে থাকলে পরিবারের লোকজন কারন জিজ্ঞাসা করলে সে সব কথা খুলে বলে। পরে বিষয়টি এলাকার মাতবরদের জানালে তারা ছেলের পিতাকে জানালে বিষয়াট ধামাচাপা দিতে ছেলের আত্মীয়রা গোপনে ওই মেয়ে গর্ভপাতের ্ওষুধ খাওয়ায়। এই কথা মেয়ের পরিবারের লোকজন জানতে পেরে গতকাল ০২ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার থানায় যাওয়ার পথেই মেয়েটির গর্ভপাত হয়ে যায়। পরে তারা ওই অবস্থায় থানায় নিয়ে গিয়ে লিখিত অভিযোগ দেয়ার পর অসুস্থ অবস্থায় তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।
মামলার বাদী মেয়ের মামী পারুল বেগম জানায়, বুলকু কিছুদিন পুর্বে ধর্ষনের শিকার এই মেয়ের প্রতিবন্ধি মামাতো বোনকেও ধর্ষন করে ধরা পড়লেও কোন বিচার হয়নি। কিন্ত তার আগে থেকে সে যে এই মেয়েকেও ধর্ষন করেছে আমরা তা জানতামনা।
শেরপুর থানার ইন্সপেক্টর তদন্ত বুলবুল ইসলাম জানান, ঘটনাটি জানার পরেই এস আই সামছুজ্জোহার নেতৃত্বে একদল পুলিশ আসামিকে ধরতে অভিযান চালায় কিন্ত আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ