শিশির মন্ডল.
বগুড়ার ধুনট উপজেলায় মাহমুদুল হক নামের এক পরিবহন শ্রমিক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শ্রমিকের স্ত্রী বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রামের মাহমুদুল হক সোনাহাটা সিএনজি স্ট্যান্ডের চেইন মাস্টার হিসেবে কর্মরত রয়েছেন। গত বুধবার উপজেলার দাঁড়াকাটা এলাকায় সিএনজি এবং অটোরিক্সার দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাহমুদুল হক সেখানে পৌছে দু’পক্ষের মধ্যে বিষয়টি সমঝোতার চেষ্টা করেন। এসময় এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের ইসমত আলীর ছেলে বকুল হোসেন ও তার লোকজন বিষয়টি নিয়ে মাহমুদুল হকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পরেন। এক পর্যায়ে তারা মাহমুদুল হককে মারপিট করে আহত করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় আহত মাহমুদুল হকের স্ত্রী সাবানা খাতুন বাদী হয়ে বকুল হোসেন ও ৪/৫জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, পরিবহন শ্রমিকের স্ত্রীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত এবং আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


