ধুনটে ফুড জোন রেস্তোরাঁর শুভ উদ্বোধন

‌শি‌শির মন্ডল.


বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে হক কমপ্লেক্সের ২য় তলায় “ফুড জোন রেস্তোরাঁ” নামে চাইনিজ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়ে‌ছে।

শনিবার বিকেলে রেস্টুরেন্টের উদ্বোধন করেন নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক।

এসময় উপস্থিত ছিলেন হক কমপ্লেক্সের স্বত্বাধিকারী এনামুল হক, শাহাদাৎ হোসেন, আল ইমরান।

এসময় আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজার রহমান, আমান উল্লা, ঝিনুক এবং “ফুড জোন রেস্তোরাঁর” স্বত্বাধিকারী সোহানুর রহমান সোহান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ