ধুনটে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ছেলে ছুরিকাহত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর ছেলের বিরুদ্ধে আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থীর ছেলে বৈশাখ আহম্মেদ সম্রাটকে (১৯) ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।

    আহত বৈশাখ আহম্মেদ সম্রাট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী জোড়খালি গ্রামের শাসসুল বারীর ছেলে। সম্রাটকে চিকিৎসার জন্য ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বৈশাখ আহম্মেদ সম্রাট মঙ্গলবার সকালের দিকে জোড়খালী গ্রামের মাঠে ইটভাটা থেকে বাড়িতে ফিরছিল। এ সময় বাড়ির অদুরে পৌছলে নাক মুখ শীত বস্ত্র (মাফলার) দিয়ে বাধা অবস্থায় তিন যুবক সম্রাটকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    এ বিষয়ে বৈশাখ আহম্মেদ সম্রাট ধুনট বার্তাকে বলেন, নির্বাচনী বিরোধকে কেন্দ্রে করে গোসাইবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রাহী চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চুর ছেলে রাশেদুজ্জামান সবুজ ও তার লোকজন আমাকে ছুরিকাঘাতে আহত করেছে।

    তবে এ অভিযোগ অস্বীকার করে রাশেদুজ্জামান সবুজ ধুনট বার্তাকে বলেন, গত ২৮ নভেম্বর নির্বাচন চলাকালে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা আমার বাবাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি। ওই মামলার ২নম্বর আসামী বৈশাখ আহম্মেদ সম্রাট। মুলত মামলা থেকে রক্ষার জন্যই ছুরিকাঘাতের নাটক সাজিয়েছে।

    ধুনট থানার এসআই আসাদুজ্জামান ধুনট বার্তাকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ