ধুনটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল মুনলাইটের শীতবস্ত্র


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    বগুড়ার ধুনট উপজেলায় সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি এ কম্বল বিতরণের আয়োজন করে। মঙ্গলবার দুপুরের দিকে ধুনট কুটিবাড়ি এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। এছাড়াও সেখানে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য দুটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধুনট উপজেলার নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান ও ধুনট উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী প্রমুখ।

    শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার জুয়েল আলম খন্দকার, কো- অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরাম ধুনট উপজেলা সভাপতি সুশীল রায়, সাধারণ সম্পাদক দিনু রায় বাগদী, বাংলাদেশ বাগদী উন্নয়ন ফোরাম এর উপজেলা সভাপতি হৃদয় কুমার রায় বাগদী ও আদিবাসী স্কুলের প্রধান
    শিক্ষক নজরুল ইসলাম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে বর্তমানে শৈত্য প্রবাহ চলছে, এতে করে প্রান্তিক পর্যায়ে গরীব মানুষের কষ্ট বেড়ে গেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে মুনলাইট সোসাইটির শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগি পদক্ষেপ।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ