‌দে‌শের উন্নয়‌নে ছাত্রলী‌গ নেতা‌দের নি‌য়ো‌জিত থাক‌তে হ‌বে -এম‌পি হা‌বিব


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    বগুড়া- ৫ আস‌নের জাতীয় সংসদ সদস্য বীরমু‌ক্তি‌যোদ্ধা আলহাজ্ব হা‌বিবর রহমান ব‌লে‌ছেন, ১৯৭১ সা‌লে মহান মু‌ক্তিযু‌দ্ধে ছাত্রলী‌গ অনন্য অবদান রে‌খে‌ছে। জা‌তির পিতার নেতৃ‌ত্বে ছাত্রলী‌গের নেতাকর্মীরা স্বাধীনতার জন্য লড়াই ক‌রে‌ছেন। মু‌ক্তিযু‌দ্ধের কা‌ঙ্খিত লক্ষ্য অর্জ‌নের মধ্য দি‌য়ে দেশকে এ‌গি‌য়ে নি‌তে কাজ কর‌ছেন জন‌নেত্রী শেখ হা‌সিনা। বঙ্গবন্ধু কন্যার নেতৃ‌ত্বে দেশ‌কে এ‌গি‌য়ে নি‌তে ছাত্রলীগ নেতা‌দের নি‌য়ো‌জিত থাক‌তে হ‌বে।

    মঙ্গলবার বি‌কে‌লে বগুড়ার ধুনটের মু‌জিব চত্ব‌রে ছাত্রলী‌গের প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য দেন। এরআ‌গে তি‌নি ধুনট উপ‌জেলা ছাত্রলীগ আ‌য়ো‌জিত প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর আনন্দ শোভাযাত্রায় জাতীয় পতাকা হা‌তে নেতৃত্ব দেন।

    ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, আসিফ ইকবাল সনি, আফছার আলী, আবু ওহাব, জয়নাল আবেদীন খান, শামীম ইসলাম, শফিকুল ইসলাম চাঁন, যুবলীন নেতা বনি আমিন মিন্টু, আলিম আল রাজি বুলেট, সাইদুল ইসলাম, আতিকুর রহমান, সুজন শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস আলম শ্যামল, হেদায়েতুল ইসলাম গামা, জাহাঙ্গীর আলম, শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম, রুবেল মাহমুদ, ছাত্রলীগ নেতা মাইদুল ইসলাম রনি, শামীম হোসেন, রতন মাহমুদ, রফিকুল ইসলাম, বাবু, হেলাল উদ্দিন, অসিম আকরাম, আরিফুল ইসলাম, আল ইমরান ও সোহাগ হোসেন প্রমুখ।

    আ‌লোচনা সভা শে‌ষে ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ