সাপাহারে পূর্ব শত্রুতার জেরে হত্যার চেষ্টা

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি.

নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মসফুল (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে ১১ জনকে আসামী করে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, করমুডাঙ্গা চৌমহনী গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র হমায়ুন কবির (৪৮) এর সাথে একই গ্রামের গোল মোহাম্মদের পুত্র একরামুল (৪৮) এর পারিবারিক জমিজমা সংক্রান্তে পূর্ব শত্রুতা চলে আসছিলো। এরই জের ধরে গত ২৯ এপ্রিল সকাল আনুমানিক ৭টার সময় হমায়ুন কবিরের ছোট ভাই মসফুল কে বাড়ি থেকে চালাকী করে ডেকে পার্শ্ববর্তী রমজান সরদারের খলিয়ানে নিয়ে যায় অভিযুক্ত একরামুল হকের প্রতিবেশী রাশিদা বেগম নামের এক মহিলা। সেখানে আগে থেকে উৎ পেতে থাকা অভিযুক্ত একরামুল হক (৪৮) সহ ১১ জন মসফুল কে হত্যার চেষ্টায় ধারালু ফার্সা দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথে মসফুল মাঠিতে লুটে পরে চিৎকার শুরু করে স্থানীয়রা এগিয়ে আসে। সে সময় অভিযুক্ত একরামুল হক সহ সকল বিবাদীগণ বিভিন্ন হুমকী দিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মসফুল কে স্থানীয়রা উদ্ধার করে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মসফুল সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ১১ জনকে বিবাদী করে মসফুলের বড় ভাই হমায়ুন কবির বাদী হয়ে সাপাহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ