ধুন‌টে কেক কে‌টে ছাত্রলী‌গের প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত


বগুড়ার ধুন‌ট উপ‌জেলায় কেক কাটার মধ্য‌দি‌য়ে ছাত্রলী‌গের প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। মঙ্গলবার বি‌কে‌লে বাজাজ শো-রুম এলাকায় ছাত্রলী‌গের প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর কেক কা‌টেন উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তা‌রিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আবু সা‌লেহ স্বপ‌নের সভাপ‌তি‌ত্বে প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেল প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান প‌পি রানী পোদ্দার, এলাঙ্গী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যা‌নের তোজা‌ম্মেল হক, উপ‌জেলা ছাত্রলীগের সহসভাপতি শুভ, যুগ্নসম্পাদক সজিব, ধুনট কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহাব্বয়ক সোহাগ, প্রচার সম্পাদক সুলতান, দপ্তর লিমন, স্কুল বিষয় সম্পাদক ডিজে মানিক, এলাঙ্গী ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপতি অসিম আকরাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্না, গোপালনগর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপতি শেখ সাদি, নিমগাছী ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সুলতান, ছাত্রলীগ নেতা নয়ন, সিজু, রিদয়, উজ্জল, অন্তর, রিফাত, মিলন, আনারুল, রাসেল, রতন, আরিফুল, হাসান ও মনির।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ