ধুনটে ব্যবসায়ীর বিরুদ্ধে কৃষকের গাছ কেটে নেয়ার অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820


    বগুড়ার ধুনট উপজেলায় সিরাজুল ইসলাম নামে এক কৃষকের লাগানো ৮টি ইউক্যালিপটাস গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার সকালের দিকে কৃষক সিরাজুল ইসলাম বাদি হয়ে ব্যবসায়ী আশাদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলামের সাথে পার্শ্ববর্তী জোলাগাঁতী গ্রামের ব্যবসায়ী আশাদুল ইসলামের বসত ভিটার জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ বিষয়টি নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা বিচারাধীন রয়েছে।

    বিবাদমান ওই জমিতে প্রায় ১৫ বছর আগে সিরাজুল ইসলাম প্রায় ২০টি ইউক্যালিপটাস গাছ রোপন করেন। সেখান থেকে আশাদুল ইসলাম শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত ৮ টি গাছ কেটে নিয়েছে। এতে কৃষক সিরাজুলের প্রায অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    এ বিষয়ে ব্যবসায়ী আশাদুল ইসলাম ধুনট বার্তা‌কে বলেন, বসত ভিটার ওই জায়টি অবৈধভাবে আমার ওয়ারিশের নিকট থেকে দলিল করে নিয়ে গাছের দাবি করছে সিরাজুল। প্রকৃতপক্ষে আমার জায়গায় আমি গাছ রোপন করেছি। বর্তমানে ঘর নির্মাণ করার জন্য ওই গাছগুলো কেটেছি। তারপরও সিরাজুল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।

    ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক ধুনট বার্তা‌কে জানান, কৃষকের গাছ কাটার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ