Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩ মামলার আসামী লস্কর প্রামানিককে (৪২) ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। লস্কর উপজেলার বেড়েরবাড়ি গ্রামের জয়েন উদ্দিন প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্কর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক দ্রব্য বিক্রিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। তার বিরুদ্ধে বগুড়া সদর, শাহজাহানপুর, নন্দিগ্রাম, শেরপুর, সোনাতলা, গাবতলি ও ধুনট থানায় অস্ত্র, চাঁদাবাজি, মাদক, চুরি, ছিনতাইসহ আগের ২২ টি মামলা রয়েছে।
এসব মামলায় লস্কর একাধিকবার গ্রেপ্তার হয়েছে। সে জামিনে মুক্ত হয়ে আবারো একই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। মাদক বিক্রির সংবাদ পেয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে থানা পুলিশ বেড়েরবাড়ি গ্রামে লস্করের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অন্যান্য মাদক কারবারিরা দৌড়ে পালিয়ে যায়।
এসময় লস্করের বিছনার নিচে বিশেষ কায়দায় রাখা ১০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরের পর লস্কর সহ ৬ জনের বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে ২৩ টি মামলা হলো।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তা কে জানান, ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার লস্করকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
