
বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান মজনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য নাজনীল নাহার, ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন চান, শাহজালাল, শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহার আলী, হারুন অর রশিদ সেলিম, কৃষক লীগ নেতা আকবর আলী, ইউপি সদস্য সাইদুল ইসলাম, আজাহার আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক প্রভাষক মামদুদুর রহমান ময়নুল।


