
বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা শ্রমিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে। বুধবার দুপুরে ধুনট বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালের নেতৃত্বাধীন কমিটি বহাল রাখায় এ কর্মসূচী পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ধুনট উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মিলন। এসময় ধুনট পৌর শ্রমিক লীগের সভাপতি ইজুল খান, শ্রমিক লীগ নেতা ফরহাদ হোসেন, টিএম শুভ সোহাগ, ইউনুছ আলী, রোমান, শাহাদৎ, মোস্তফাসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


