
বগুড়ার ধুনট থানা পুলিশ আয়োজিত ‘ভরসা মাতৃভাষা’ শীর্ষক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ধুনট থানা চত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন ধুনট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, দপ্তর সম্পাদক আফসার আলী, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও সাংবাদিক মাসুদ রানা।


