ধুনটে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার নিউ সারিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রধম অধিবেশনের আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ভান্ডারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, আল মাসুদ, আব্দুর রাজ্জাক তুলা, আশরাফুল কবির রানা, জুয়েল রানা, আইয়ুব আলী, নাজমুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, হাফিজার রহমান, রব্বানী, কফিল উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন শামীম, মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম, ছাত্রলীগ নেতা লিটন মাহমুদ ও ওয়াসিম আকরাম প্রমুখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ