ধুনটে শিক্ষক সমিতির কমিটি গঠন

ধুনট উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা সভাপতি, ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ও পাঁচথুপী নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সম্মেলনে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটির পূর্ণ সমর্থনে বিনা প্রতিদ্বন্দিতায় দ্বিতীয় মেয়াদে তারা নির্বাচিত হন। সম্মেলনে নির্বাচন পরিচালনা করেন আহবায়ক আর্জিনা খাতুন, সদস্য আব্দুস সালাম, গোলাম মোস্তফা, কামরুন নাহার ও আলহাজ উদ্দিন।

সম্মেলনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, একাডেমিক সুপার ভাইজার রোকাইয়া পারভীন, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান ও উপ‌জেলা মাধ্য‌মিক সহকারী শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি জা‌হেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ