ধুনটে দুই কৃষকের ৭ গরু চুরি

বগুড়ার ধুনট উপজেলায় একই রাতে দুই কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এতে ওই দুই কৃষক পরিবারের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর ক্ষতিগ্রস্থ ওই দুই কৃষক বাদি হয়ে ধুনট থানায় পৃথক ভাবে দু’টি অভিযোগ করেছে। এরআগে বুধবার দিবাগত রাতের কোন এক সময় একই বাড়ির পৃথক দু’টি গোয়ালঘর থেকে ৭টি গরু চুরি হয়।

থানা পুলিশ ও ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামে একই বাড়িতে কৃষক ফটিক চাঁন ও ইয়াসিন আলীর বসবাস। অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে বাড়ির নিজ নিজ গোয়াল ঘরে গরুগুলো বেঁধে রেখে দরজায় তালা দিয়ে ঘুমিয়ে পড়েন দুই কৃষক পরিবারের লোকজন। এ অবস্থায় রাতের কোন এক সময় সংঘদ্ধ দূর্বৃত্তরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে। এরমধ্যে ইয়াসিন আলীর ৪টি ও ফটিক চাঁনের ৩টি গরু রয়েছে। বৃহস্পতিবার ভোর বেলায় গোয়াল ঘরে গিয়ে গরুগুলো না পেয়ে তারা বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে। পরে গরু গুলো না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে দুই কৃষক।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, দুই কৃষকের গরু চুরির অভিযোগ তদন্ত সাপেক্ষে উদ্ধারের চেষ্টা চলছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ