ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে আরমান আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলিপুর গ্রামের হারুনর রশিদের ছেলে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে উলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মথুরাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাসিনা খাতুন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরের দিকে শিশু আরমানকে বাড়ির উঠোনে খেলতে দিয়ে তার মা গৃহস্থালীর কাজ করছিলেন। মায়ের অগোচরে প্রতিবেশী আরো
কয়েকজন শিশুর সাথে বাড়ির পার্শ্ববর্তী খালে যায় আরমান। সেখানে খেলতে গিয়ে অসাবধানত বশত খালের পানিতে নেমে ডুবে যায় সে। এসময় অন্যান্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে খালের পানি থেকে আরমানের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ