ধুনটে আ.লীগের ০৯টি ওয়ার্ড কমিটি ঘোষনা

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ০৯টি ওয়ার্ড আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান আহম্মেদ জেমস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জালাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মথুরাপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তিন বছর মেয়াদী আংশিক কমিটির সভাপতিবৃন্দ হলেন আকতার হোসেন তালুকদার, সুব্রত কুমার দাস, সোহেল রানা, হেলাল উদ্দিন, মাসুদুর রহমান, শফিউল ইসলাম, লুৎফর রহমান, খয়রুজ্জামান ও বোরহান উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদকেরা হলেন বেল্লাল হোসেন, আব্দুল কারিম, আব্দুল খালেক, আলতাফ হোসেন আকন্দ, চপল খান, আশরাফ আলী, ফজলুল হক, আজাহার আলী ও হায়াতুজ্জামান খান।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ