Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে অভিমান করে ওমর ফারুক (১৭) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার সরুগ্রাম এলাকায় বাড়ির পাশের কাঁঠাল গাছের ডালের সাথে গলায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠিয়েছে পুলিশ। ওমর ফারুক উপজেলার সরুগ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুকের বাবা জীবিকার তাগিদে প্রায় ৫ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। সে তার মা ফুলমনিকে নিয়ে বাড়িতে বসবাস করে। এঅবস্থায় পাশ্ববর্তী ফকিরপাড়া গ্রামের এক স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার।
১৮ মার্চ সে তাঁর প্রেমিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। কিন্ত নববধূকে মেনে নেয়নি ফারুকের মা। মঙ্গলবার বিকেলের দিকে নববধূর সামনেই ওমর ফারুককে তার মা শাসন করে। সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে কাঠাল গাছের সাথে গলায় স্ত্রীর ওড়না পেচানো অবস্থায় ওমর ফারুকের মৃতদেহ দেখতে পায় তার স্বজনেরা।
সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড হয়েছে।
নিহতের মা ফুলমনি জানান, পরিবারের অমতে বিয়ে করায় তাকে একটু শাসন করা হয়েছে। এতেই ক্ষুব্ধ হয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক কলহের কারণে ওমর ফারুক আত্মহত্যা করেছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
