ধুনটে ছাত্রদলের মশাল মিছিল

বগুড়ার ধুনটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদল।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ধুনট সদরের হুকুম আলী বাসস্ট্যান্ড থেকে চালাপাড়া স্ট্যান্ড পর্যন্ত এ মিছিল হয়েছে। এ মশাল মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদল নেতা রাসেল মাহমুদ।

মিছিলে ছাত্রদল নেতা রাকিবুল হাসান, লালন, মাসুদ রানা, দূর্জয়, আশাদুল ইসলাম, আব্দুর রউফ, ইমরান, মিহিন, শরিফুল ইসলাম, জামিউল হাসান ও দীপু প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ