Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলায় সিএনজি-ভটভটির সংঘর্ষে রুবি খাতুন (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুবি খাতুন উপজেলার উত্তর শহড়াবাড়ি গ্রামের মোজাম খানের স্ত্রী। এরআগে শুক্রবার দুপুর ১২টার দিকে ধুনট-গোসাইবাড়ি সড়কের চান্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় সিএনজি চালকসহ আরো ৬ জন আহত হন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবি খাতুন শুক্রবার বেলা ১১টার দিকে তার মেয়ের বাড়ি থেকে বের হয়ে সিএনজিতে করে গোসাইবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ধুনট-গোসাইবাড়ি সড়কের চান্দারপাড়া মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডিফেন্সিয়াল ভটভটির সাথে সংঘর্ষ হয়।
এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালকসহ ৬ ব্যক্তি আহত হন। সংঘর্ষের পর ভটভটি দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় রুবি খাতুনদের স্বজনদের পরিচয় পেতে ধুনট বার্তা ফেসবুক গ্রুপে একটি পোস্ট দেওয়া হয়। পরে তার স্বজনদের সন্ধান মেলে।
ধুনটে রুবি খাতুনের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪ টার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।