ধুনটে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী সোলায়মান

বগুড়ার ধুনট উপজেলায় অসুস্থ জনিত কারণে প্রতিবন্ধী সোলায়মান আলীকে বিনামূল্যে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। সোলায়মান আলী উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের বাসিন্দা।

শুক্রবার সকাল ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ নামে একটি সেবামুলক প্রতিষ্ঠানের অর্থায়নে সোলায়মান আলীর বাড়িতে গিয়ে তার হাতে হুইল চেয়ার পৌছে দেন সংগঠনের সদস্যারা। হুইল চেয়ার বিতরণের উদ্বোধন করেন উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বপ্নপূরণ সংগঠনের সভাপতি হাসান আহম্মেদ জেমস মল্লিক।

এ সময় উপস্থিত ছিলেন, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ইউপি সদস্য আমিরুল ইসলাম, উদ্যোক্তা মাহবুবা আকতার, অত্র সংগঠনের উপদেষ্টা ওসমান গনি, সোহেল রানা, মোবারক হোসেন, চ্যানেল আকতার, সহসভাপতি আলমগীর হোসেন, বরকত উল্লাহ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সহকারি সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা,সজীব শেখ, কোষাধ্যক্ষ মজনু সেখ, সুমন তালুকদার, সদস্য সম্রাট, নাশির উদ্দিন, আরিফুল ইসলাম, রনি, ইদ্রিস আলী ও ফারুক হোসেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ