ধুনটে ধর্ষণচেষ্টার শিকার কলেজছাত্রীর আত্মহত্যা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলা বখাটেদের ধর্ষণচেষ্টার শিকার হয়ে লোকলজ্জায় লিপি খাতুন (১৭) নামে এক মেধাবী কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

    নিহত লিপি খাতুন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাতী গ্রামের সফল কৃষক ফজলুল হকের মেয়ে। সে জালশুকা হাবিবুর রহমান ডিগ্রী কলেজ থেকে এ বছর জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাশ করেছে।

    এদিকে ধর্ষণচেষ্টার পরই কলেজছাত্রীর বাবা ফজলুল হক বাদি হয়ে রুদ্রবা‌ড়িয়া গ্রা‌মের মৃত কান্দু সরকা‌রের ছে‌লে বাবুল ও কৈগাঁতী গ্রা‌মের মৃত ম‌জিবর রহমান সরকা‌রের ছে‌লে রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়। কিন্ত অভিযোগটি আমলে নেয়না পুলিশ। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কলেজছাত্রীর মৃত্যুর খবর পেয়ে ফজলুল হকের অভিযোগটি থানায় মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্রী লিপি খাতুনকে প্রায় দুই বছর ধরে কখনো কু-প্রস্তাব আবার কখনো উত্যাক্ত করতো বাবুল মিয়া। কিন্ত বাবুলের প্রস্তাবে সাড়া দেয়নি কলেজছাত্রী। অতিষ্ঠ হয়ে এ বিষয়টি গ্রামের মাতব্বরদের কাছে বিচার চায় ফজলুল হক। কিন্তু মাতব্বরা এ ঘটনার কোন সুরাহা করতে পারেনি। তবে বিচার চাওয়ার পর থকে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে বাবুল মিয়া।

    গত ১২ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়িতে অন্য কেউ থাকার সুযোগে বাবুল ও তার সহযোগী রফিকুল কলেজছাত্রীর ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে কলেজছাত্রী লিপিকে ধর্ষণের চেষ্টা চালায় বাবুল মিয়া। নিজেকে রক্ষা করতে লিপি চিৎকার দিলে বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌছলে বাবুল ও রফিকুল সটকে পড়ে।

    এ ঘটনাটি স্থানীয় ভাবে জানাজানি হলে লোকলজ্জায় কলেজছাত্রী লিপি বিষপাষে অসুস্থ হয়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবণতি হলে প্রথম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ১৩এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে লিপি খাতুন মৃত্যুবরণ করে।

    নিহত কলেজছাত্রীর বাবা ফজলুল হক বলেন, মেয়েকে উত্যাক্তের বিচার গ্রামের মাতব্বরদের কাছে চেয়ে পায়নি। থানায় অভিযোগ দিলেও পুলিশ খোঁজখবর নেয়নি। আমার মেয়ের মতো যেন আর কারো মেয়েকে এভাবে জীবন দিতে না হয়। আমি এর দৃষ্টান্তমুলক বিচার চাই।

    ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ