ধুনটে ধর্ষণ মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।

    মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুল করিম খান। এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিঠু তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হোসেন, অভিভাবক হাবিবুল্লাহ মেজবাহ, আব্দুল মান্নান শেখ, ফজলুল হক, আওয়ামী লীগ নেতা ফারুক শেখ, শিক্ষার্থী মারুফ, কেয়া, যুথী, রিয়াদ ও জিম। মানববন্ধন কর্মসূচীতে বক্তাগন আসামীদের দ্রæত বিচার ও ফাঁসির দাবি করেন।

    উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন রাতে উপজেলার রুদ্রবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে (১১) তার দাদার বাড়িতে ধর্ষণ করে একই গ্রামের মজিদ শেখের ছেলে ফজল শেখ ও নয়ন শেখ। এ ঘটনায় দায়ের করা মামলায় (মামলা নং-০৬/২০২০) আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আসামীরা বর্তমানে কারাগারে রয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ