Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী’র সুস্থ্যতা কামনা করে বগুড়ার ধুনট উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগ এ দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহানের সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, মহসিন আলম, শরিফুল ইসলাম খান, মাইদুল ইসলাম রনি, আফসার আলী, জয়নাল আবেদীন, শাহাদৎ হোসেন, জিএম ফিরোজ পাশা, শাজাহান আলী, এমএ তারেক হেলাল, আলেফ বাদশা, প্রভাষক আনিছুর রহমান, শফিকুল ইসলাম চাঁন, প্রভাষক সিরাজুল হক লিটন, শামীম মন্ডল, রানাউল আমীন, জিএম ফিরোজ লিটন, লুৎফর রহমান, গোলাম মোর্তজা, গোসাইবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ, উপজেলা যুবলীগের সহসভাপতি প্রভাষক আলীম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফেরদৌস আলম শ্যামল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম গামা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।
আলোচনা সভা শেষে কাজী কেরামত আলী এমপির দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিম শাহীন আলম।
উল্লেখ্য, এমপি কাজী কেরামত আলী চিকিৎসার জন্য গত ২ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি হোন। সেখানে শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তাঁর গলব্লাডারে স্টোন (পিত্তথলিতে পাথর) থাকায় ল্যাপারোস্কোপিক সার্জারী সম্পন্ন হয়েছে। সেখানে তাঁর সাথে একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী এবং তাঁর জামাতা বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমানের পুত্র আওয়ামী লীগ নেতা আসিফ ইকবাল সনি অবস্থান করছেন।
