ধুনটে যুবকের লাশ উদ্ধার


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় নিজ বাড়ির ছাগলের খোয়াড় থেকে রানা মিয়া (২৭) নামে মাদকাসক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রানা মিয়া উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি-জাংলাদহ গ্রামের আজিজার রহমানের ছেলে।

    মঙ্গলবার দুপুরের পর ঘটনাস্থল থেকে রানার লাশ উদ্ধার করে ধুনট থানা হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার সকালের দিকে ময়না তদন্তের জন্য রানার মৃতদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

    থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রানা মিয়া বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করতো। প্রায় ১০ মাস আগে একই এলাকার মরিচতলা গ্রামে বিয়ে করে। স্বামী মাদকাসক্ত জেনে সংসার করবে না বলে নববধূ ক্ষুব্ধ হয়ে দেড় মাস আগে বাবার বাড়ি চলে যায়। এতে চরম হতাশায় পড়ে রানার মাদক সেবনের পরিমান বেড়ে যায়। এছাড়া প্রায় এক মাস আগে শ্বশুর বাড়ির পাশে রাস্তায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল রানা মিয়া।

    এ অবস্থায় অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতের খাবার খেয়ে নিজ ঘরের বিছানায় একাই ঘুমিয়ে পড়ে রানা মিয়া। মঙ্গলবার সকালে ঘরের ভেতর রানাকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায়ে সকাল ১১টার দিকে বাড়িতে ছাগল রাখার খোয়াড়ের ভেতর রানার লাশ দেখতে পায় তার মা-বাবা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে রানার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

    নিহত রানার বাবা আজিজার রহমান ধুনট বার্তাকে বলেন, আমার ছেলে রাতে ঘরে ঘুমিয়েছিল। সকালে তার লাশ ছাগলের ঘরের ভেতর পাওয়া গেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারছি না। তবে এ ঘটনায় কারো প্রতি আমার কোন অভিযোগ নেই।

    এ বিষয়য়ে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু ধুনট বার্তাকে বলেন, দীর্ঘদিন ধরে রানা মাদকাসক্ত ছিল। অতিরিক্ত মাদক সেবনের কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ধুনট বার্তাকে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া তার মৃত্যুর কারণ সঠিক করে বলা সম্ভব না। তবে রানার রহস্যজনক মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছি।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ