ধুনটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করা হয়। এবারের কৃষি প্রযুক্তি মেলায় ৮টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনী এবং কৃষকদের প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রদান করা হচ্ছে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।

    ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

    এরআগে এমপি হাবিবর রহমান মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং মেলা উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত। স্বাগত বক্তব্য দেন ধুনট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান।

    ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নূর নাহার নুপুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও তরুণ কৃষি উদ্যোক্তা রেজওয়ানুল ইসলাম।

    অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁনসহ সরকারি কর্মকর্তা বৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ