ধর্ষন মামলায় ধুনটের সেই প্রভাষক রিমান্ডে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনটের জালশুকা হাবিবুর রহমান কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে ধর্ষন মামলায় ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন। প্রভাষক মুকুল ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মতিউর রহমানের ছেলে এবং এলাঙ্গী বাজারের ঔষধ ও ডেকোরেটর ব্যবসায়ী।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাষক মুরাদুজ্জামান মুকুল ধুনট পৌর এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতো। সেখানে থাকা অবস্থায় প্রতিবেশী এক স্কুলছাত্রীকে সে জোড়পূর্বক ধর্ষন করে। এছাড়াও ধর্ষনের ঘটনার দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও ধারন করে। ওই ভিডিওকে কাজে লাগিয়ে পরবর্তিতে আরও কয়েকদফা ওই স্কুলছাত্রীকে ধর্ষন করেছে। দুই পরিবারের সদস্যদের বাসায় অনুপস্থিতির সুযোগ নিয়ে সে এই কাজ করে আসছিল।

    গত ১২ এপ্রিল ওই স্কুলছাত্রীর বাসায় গিয়ে ধর্ষনের উদ্দেশ্যে তাকে জড়িয়ে ধরলে সে চিৎকার করে। চিৎকারের শব্দ পেয়ে ওই স্কুলছাত্রীর খালা এগিয়ে এসে প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে আটক করার চেষ্টা করে। এসময় প্রভাষক মুকুল ওই স্কুলছাত্রীকে ধাক্কাদিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    এঘটনার প্রেক্ষিতে স্কুলছাত্রীর কাছ থেকে ঘটনাগুলো জানতে পারে তার পরিবার। এ বিষয়ে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে আসামী করে গত ১২ মে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওইদিন সন্ধ্যায় মামলার আসামী প্রভাষক মুরাদুজ্জামান মুকুলকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তিতে তাকে আদালতের মাধ্যমে বগুড়ার কারাগারে পাঠানো হয়।

    এদিকে আজ বুধবার বগুড়ার আদালতে প্রভাষক মুরাদুজ্জামান মুকুলের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ধুনট থানা পুলিশ। ওই আবেদনে উল্লেখ করা হয়, ধর্ষন মামলায় গ্রেফতারকৃত মুরাদুজ্জামানের নিকট ধর্ষনের শিকার স্কুলছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও থাকার সম্ভাবনা রয়েছে। যা উদ্ধার করার না গেলে পরবর্তিতে আপত্তিকর ছবি ও ভিডিও গুলো অসৎ উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পুলিশের আবেদনের শুনানী শেষে বিচারক মুরাদুজ্জামানের মুকুলের দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

    ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত করে ধুনট বার্তাকে বলেন ইতিমধ্যে কলেজ শিক্ষক মুরাদুজ্জামান মুকুলকে রিমান্ডের জন্য থানায় আনা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার তার রিমান্ড চলবে। আগামী শুক্রবার রিমান্ড শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হবে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ