ধুনটে মৎস্যজীবি সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলার সুলতানহাটা পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবি সমবায় সমিতির ৫৫ লাখ ১১হাজার ৬৪৫টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। সমিতির সভাপতি ইমা করিমের বিরুদ্ধে এই অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। রবিবার সকাল ১০টার দিকে ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন এ অভিযোগ করেন।

    সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আকতার হোসেন বলেন, সুলতানহাটা পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবি সমবায় সমিতি গঠনের পর সদস্যরা শেয়ার সঞ্চয় পরিশোধ করি। ১৪২৬ হতে ১৪২৮ বঙ্গাব্দ পর্যন্ত আমাদের সমিতির নামে চিকাশী মর্চা নামের জলমহালটি ইজারা বরাদ্দ হয়। ইজারা পাওয়ার পর থেকে আমরা ওই জলমহলে মাছ চাষ করি। গত ৬ অক্টোবর ২১ হতে ১২ এপ্রিল ২২ পর্যন্ত ধুনট বাজারের মেসার্স শয়ন চন্দ্র মাছের আড়ৎ এ জল মহলের ৫৫লাখ ১১হাজার ৬৪৫টাকার মাছ বিক্রি করা হয়। বিভিন্ন সময়ে মাছ বিক্রির সমুদয় অর্থ সমিতির সভাপতি ইমা করিম সংরক্ষণ করেন। মাছ বিক্রির মোট ১৬৪টি রশিদ সাধারণ সম্পাদক আকতার হোসেন সংরক্ষণ করেন। মাছ বিক্রির টাকা সমিতির তহবিলে জমা করার জন্য সমিতির সদস্যরা দফায় দফায় সভাপতিকে তাগাদা দেন। কিন্তু সভাপতি ইমা করিম সমিতির তহবিলে টাকা জমা না করে আত্মসাৎ করেছে। এবিষয়ে সমিতির পক্ষ থেকে বগুড়া জেলা সমবায় অফিসারের নিকট লিখত অভিযোগ দেয়া হয়েছে। যার অনুলিপি বগুড়া জেলা প্রশাসক, ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও ধুনট থানার ওসি’র কাছে প্রদান করা হয়েছে।

    সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা সুলতানহাটা পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতির নিকট থেকে ৫৫ লাখ ১১হাজার ৬৪৫টাকা উদ্ধার করে সমিতির তহবিলে জমা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। সাংবাদিক সম্মেলনে সমিতির সদস্য আজাহার আলী, আবুল হোসেন, খোকন প্রামানিক, রঞ্জু মিয়া, বাদশা মিয়া ও সমতুল্লাহ শেখ উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ