ধুনটে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের বাস্তবায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে রয়েছে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ, অবকাঠামোর প্রসারণ, আধুনিক সেচ ব্যবস্থাপনা ও নিষ্কাশন সুযোগ সৃষ্টি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, কৃষিক্ষেত্রে সমৃদ্ধি অর্জন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি, লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাস এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহ বিভিন্ন জনকল্যানমুলক বিষয় সমূহ।

    উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী।

    সভায় আরো বক্তব্য রাখেন ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আলী, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, লাইট হাউস রেসপন্সিবল প্রকল্পের ধুনট উপজেলা কর্মকর্তা সানজিদা নাছরিন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর ওমর ফারুক, ইউপি সদস্য আব্দুল বারীক ও সাইফুল ইসলাম।

    পরে দুপুর ২টার দিকে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের আয়োজনে ও লাইট হাউস এর সহযোগিতায় ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ১ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৮৫০ টাকার বাজেট ঘোষনা করা হয়। ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ আলীর পরিচালনায় চেয়ারম্যান বেলাল হোসেন বাবু এ বাজেট ঘোষনা করেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ