
বগুড়া-জয়পুরহাট সড়কের ক্ষেতলাল উপজেলার বটতলীতে বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেতু সাহা (২২) নামের এক তরুণ নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সেতু বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিভগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ধুনট উপজেলা প্রাণি সম্পদ হাসপাতাল এলাকার স্বপন সাহার ছেলে।
ক্ষেতলাল থানার ওসি রওশন ইয়াজদানী ধুনট বার্তাকে জানান, বন্ধুকে জয়পুরহাট সরকারি কলেজে অনার্সে ভর্তির জন্য সেতু সাহাসহ দুটি মোটরসাইকেলে চার বন্ধু জয়পুরহাটে আসছিল। পথে বটতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সেতু সাহার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক রাজু আলীকে (২২) আটক করেছে।
নিহত সেতুর বাবা স্বপন সাহা ধুনট বার্তাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সেতুর মৃতদেহ নেয়ার জন্য আমরা ক্ষেতলালে এসেছি।


