Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার ধুনট উপজেলার সর্বস্তরের মুসল্লিরা। রোববার বাদ আছর ধুনট কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
প্রায় আধাঘন্টা ব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে ধুনট বাজার বাসস্ট্যান্ড এলাকায় ভারতে মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর জোর দাবী জানানো হয়। সমাবেশে বিশেষ মুনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ শেষ হয়।
বিশেষ মুনাজাতে মুসুল্লীরা মহানবী (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) কে কটূক্তি করায় ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতার শাস্তি করেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন আরেক জ্যোষ্ঠ্য নেতা নাভিন কুমার জিন্দাল। বিষয়টি নিয়ে সারাবিশ্বের মুসলমানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
