ধুনটে ছাত্রলীগ নেতার সুস্থ্যতা কামনায় দোয়া

বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রলীগ এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া মাহফিলে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান, হাফিজুর রহমান, একেএম ফজলুল হক, তরিকুল ইসলাম, শাহ আলম, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক সোহানুর রহমান সোহাগ, কলেজ ছাত্রলীগ নেতা রাসেল, রতন, রাব্বি, সৈকত ও নাজমুল সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা আবু সালেহ স্বপন একটি হাতে গুরুতর আঘাত পেয়েছে। সে বর্তমানে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ