Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতিকালে নেতা কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম গামা ও সাবেক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান বিপুলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ নেতা আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধুনট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হতে থাকেন।
এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা হেদায়েতুল ইসলাম গামা ও ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান বিপুলসহ বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায়। তাদের মারপিটে বিএনপি নেতা রফিকুল ইসলাম, বাবলু মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন মিঠু ও ছাত্রদল নেতা সাজেদুল ইসলাম আহত হন।
আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ৯টার দিকে উপজেলার হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন ধুনট উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।

এ বিষয়ে বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন ধুনট বার্তাকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের দলের ৫ জন নেতাকে পিটিয়ে আহত করেছে।’
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম গামা ধুনট বার্তাকে এ অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের নামে শহরে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে। তাদেরকে শহর এলাকা থেকে সরিয়ে দেয়া হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ধুনট বার্তাকে জানান, বিএনপির নেতা কর্মীদের উপর হামলা চালানোর বিষয়টি তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
